রবীন্দ্রনাথের জন্মদিনে গাইলেন মমতা (ভিডিও)

মঞ্চ নেই। নেই কোনও শ্রোতা। তবুও গানে গানেই রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন হল কলকাতায়। আর কবিগুরুর জন্মজয়ন্তীতে মাইক্রোফোন হাতে গান গাইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, মন্ত্রিসভার সদস্য গায়ক ইন্দ্রনীল সেনের সঙ্গে ডুয়েট গেয়েছেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানের কোনও মঞ্চ ছিল না। ক্যাথিড্রাল রোডের উপর দাঁড়িয়ে উযাপন করা হয় রবীন্দ্রজয়ন্তী। একটি টেবিলে রবীন্দ্রনাথের প্রতিকৃতিকে ফুলসজ্জায় রাঙিয়ে দু-পাশে দাঁড়িয়ে সঙ্গীত পরিবেশন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেন। ‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে'... রবীন্দ্র গানেই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

ভিডিও:

এবার করোনা লকডাউনের জেরে রবীন্দ্রজয়ন্তী পালন নিয়ে ঘোর সঙ্কট তৈরি হয়েছিল। সেই সঙ্কটের মধ্যে ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়েছে। গায়ক-গায়িকারা বাড়িতে থেকেই দুই ঘণ্টার অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

এবিপি আনন্দ জানিয়েছে, গায়ক-গায়িকাদের গান, কবিদের কবিতাসহ গোটা অনুষ্ঠানটাই নিজ হাতে সাজিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা।