X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

ভারতে জাল পরিচয়ে ভাতা নেওয়ার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

রক্তিম দাশ,কলকাতা
১৭ মে ২০২৫, ১৬:৪১আপডেট : ১৭ মে ২০২৫, ১৬:৪১

ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ওই ব্যক্তির বিরুদ্ধে অনুপ্রবেশের পাশাপাশি ভুয়া কাগজপত্র ব্যবহার করে সরকারি ইমাম ভাতা নেওয়ার অভিযোগ ছিল।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় বিএসএফের ৬ নম্বর ব্যাটালিয়ন কুচবিহারে মেখলিগঞ্জের বাগডোকরা-ফুলকাডাবরির অর্জুন সীমানা চৌকিতে ধরা পড়েন ওই ব্যক্তি। সীমান্ত সংলগ্ন এলাকায় তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল বলে বিএসএফ দাবি করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম সেলিম আনসারি। ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে নিজেকে বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেছেন বলে দাবি করেছে বিএসএফ। স্বীকারোক্তিতে সেলিম বলেছেন, চার বছর আগে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেন তিনি। এতদিন মুর্শিদাবাদের বেলডাঙায় বাস করছিলেন।

৩৩ বছর বয়সী সেলিম আনসারির বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থানায়। তিনি পশ্চিমবঙ্গের বেলডাঙায় মায়ের সঙ্গে বসবাস করতেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। আয়ের জন্য একটি সেলাইয়ের দোকানে কাজ করতেন। পরে স্থানীয় এক মাদ্রাসায় পড়াশোনা করে তিনি মকরামপুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত হন। পাশাপাশি একটি স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতাও শুরু করেছিলেন তিনি।

জেরায় জানা গেছে, ভারতে তিনি আধার কার্ড, প্যান কার্ড থেকে ব্যাংকের পাসবই এমনকি ভারতীয় পরিচয়পত্রও তৈরি করে ফেলেন। অন্যের নামে সরকারি ইমাম ভাতা পর্যন্ত তুলতেন। ইমাম ভাতার আবেদনের জন্য সমস্ত নথি না থাকায় স্থানীয় এক ব্যক্তির নামে আবেদন করেন। ভাতার টাকা পরে ওই ব্যক্তির সঙ্গে ভাগ করে নিতেন।

বিএসএফ-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মোহিত ত্যাগী জানান, আটক ব্যক্তিকে কুচলিবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে সীমান্ত পার করতে সাহায্য করছিলেন যে দুই ভারতীয়, তাদের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১১
সর্বশেষ খবর
ইরান থেকে বাংলাদেশিদের দ্বিতীয় দলটি ঢাকা পৌঁছেছে
ইরান থেকে বাংলাদেশিদের দ্বিতীয় দলটি ঢাকা পৌঁছেছে
ডিপজলের বিরুদ্ধে মামলা
ডিপজলের বিরুদ্ধে মামলা
বাংলা একাডেমির গুণগত পরিবর্তন ও সংস্কারে মন্ত্রণালয়ের কমিটি
বাংলা একাডেমির গুণগত পরিবর্তন ও সংস্কারে মন্ত্রণালয়ের কমিটি
৬ দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
৬ দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স