ভ্যাকসিন ছাড়াই করোনা দূর হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বলেছেন, কোনও ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস বিদায় নেবে। শুক্রবার হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন, ডাক্তারদের কাছে পাওয়া তথ্য থেকেই তিনি এমন মন্তব্য করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শুক্রবার পর্যন্ত আমেরিকায় ১২ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৬ হাজারেরও বেশি মানুষের। এমন প্রেক্ষাপটে সম্প্রতি করোনার ভ্যাকসিন দ্রুততর করতে একটি প্রজেক্ট হাতে নেয় হোয়াইট হাউস। তবে ট্রাম্প বলছেন, নির্দিষ্ট একটি সময়ের পর করোনা আপনাআপনিই বিদায় নেবে।

‘নির্দিষ্ট কিছু সময়ের পর আমরা আর করোনা দেখতে পাব না। এটি বিদায় নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।’ বলেন ট্রাম্প। তার এই বিশ্বাসের ভিত্তি কী; এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কেবল ডাক্তারদের কথায় আস্থা রেখেছি। তারাই আমাকে বলেছে, করোনা বিদায় নিতে যাচ্ছে’।