স্পেনের প্রধানমন্ত্রীর মুখে কিশোরের ঘুষি!

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বুধবার এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ফিফডম থেকে গেলিসিয়া পর্যন্ত নির্বাচনী প্রচারণায় সময় ১৭ বছরের এক কিশোর তার মুখে ঘুসি মেরে বসে। এতে তার চশমা ভেঙে যায়। যদিও তিনি সুস্থ আছেন এবং নিজের প্রচারণা চালিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষমতাসীন রক্ষণশীল পপুলার পাটির এক সূত্র জানায়, দলের ৬০ বছর বয়সী নেতা মারিয়ানো পন্টেভেন্দ্রা এলাকায় হেঁটে নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে। হেঁটে প্রচারণার একটি মুহূর্তে এক কিশোর মারিয়ানোর দিকে এগিয়ে গিয়ে আঘাত করে। ঘুসিতে মারিয়ানোর চশমা ভেঙে যায়। তবে মারিয়ানো সুস্থ আছেন এবং শহর জুড়ে হেঁটে প্রচারণা চালিয়েছেন।

নাম প্রকাশের অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানিয়েছে, ১৭ বছর বয়সী ওই কিশোরকে আটক করা হয়েছে।

ঘটনাটির ভিডিও চিত্রে দেখা যায়, কালো জ্যাকেট পরিহিত কিশোরটি স্পেনের প্রধানমন্ত্রী মুখের বাম পাশে ঘুসি মারে। ঘটনার পর মারিয়ানোর চশমা ছাড়া একটি ছবিও প্রকাশ হয়। যাতে তার মুখের বাম পাশ ও গলা লাল কালিতে চিহ্নিত করা আছে।

আগামী সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র: এএফপি।

/এএ/