নামাজের জন্য খুলে দেওয়া হলো গির্জা

করোনাভাইরাসের কারণে জার্মানিতে সামাজিক দূরত্ব মেনেই নামাজ আদায় করতে হচ্ছে। এমন অবস্থায় বার্লিনের মসজিদে পর্যাপ্ত জায়গা না হওয়ায় জুমার নামাজের জন্য খুলে দেওয়া হয় একটি গির্জা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

noname

 

বার্লিনের নিউকলিন জেলার দার আসসালাম মসজিদে রমজান মাসে সাধারণত কয়েকশ’ মানুষ একসাথে জুমার নামাজে অংশ নেন। তবে করোনাভাইরাসের কারণে এখন নামাজ পড়ার সময় পাঁচ ফুট দূরত্ব মানার নির্দেশনা রয়েছে। সেই হিসেবে মসজিদটিতে মাত্র ৫০ জন একসাথে জুমার নামাজ পড়তে পারেন।

এই পরিস্থিতিতে মার্থা লুথান গির্জা কর্তৃপক্ষ মুসল্লিদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করেছে। দার আসসালাম মসজিদের ইমাম মোহাম্মদ তাহা সাবরি বলেন, ‘এটি একটি দুর্দান্ত বিষয়। এ সংকটের মধ্যে এবং রমজানে এটি সবার মাঝে আনন্দ নিয়ে এসেছে। এই মহামারি আমাদের একটি সামাজিক বন্ধনে আবদ্ধ করেছে। সংকট মানুষকে একত্রিত করে।’