১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনের

করোনাভাইরাসে মৃত নাগরিকদের সম্মানে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্পেন। বুধবার থেকে এ শোক পালন শুরু হবে। মন্ত্রিসভার এক বৈঠকের পর সরকারের মুখপাত্র মারিয়া জেসাস মনটেরা এ ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও বেশি জনবল নিয়োগের দাবিতে স্প্যানিশ স্বাস্থ্যকর্মীদের সাম্প্রতিক বিক্ষোভআন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস-এর তথ্য অনুযায়ী, স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৮২ হাজার ৪৮০। এর মধ্যে ২৬ হাজার ৮৩৭ জনের মৃত্যু হয়েছে।

সরকারের মুখপাত্র মারিয়া জেসাস মনটেরা সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় শোক চলাকালে সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নৌবাহিনীর জাহাজের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

১০ দিনের রাষ্ট্রীয় শোকের সমাপনী দিনের আয়োজনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ উপস্থিত থাকবেন। এতে মৃতদের সবাইকে বিশেষভাবে স্মরণ করা হবে।