আড়াই মাস পর খুললো আল আকসা মসজিদ

দীর্ঘ আড়াই মাস পর ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ কম্পাউন্ড খুলে দেওয়া হয়েছে। রবিবার মুসল্লি ও দর্শনার্থীদের জন্য ইসলামের তৃতীয় পবিত্রতম এ স্থাপনাটি খুলে দেওয়া হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

nonameকরোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৫ মার্চ থেকে আড়াই মাস ধরে মসজিদটি বন্ধ ছিল। তবে এখন খুলে দেওয়া হলেও সংক্রমণ মোকাবিলায় কিছু বাড়তি সতর্কতা জারি করেছে মসজিদটির কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতিতে মসজিদ বন্ধ থাকায় রমজানেও এখানে নামাজ আদায়ের সুযোগ পাননি মুসল্লিরা। জেরুজালেমের বাসিন্দা উম হিশাম বলেন, ‘মসজিদটি খুলে দেওয়ার পর মনে হচ্ছে আমি আবারও শ্বাস নিতে পারছি।’

মাস্ক পরিহিত উম হিশাম ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে ঢুকতে  পেরে এতোটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, তার চোখ দিয়ে পানি ঝরছিল।