দিল্লি বিজেপি সভাপতির দায়িত্ব হারালেন মনোজ তিওয়ারি

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র দিল্লি শাখার সভাপতির দায়িত্ব থেকে সরে গেছেন অভিনেতা-রাজনীতিবিদ মনোজ তিওয়ারি। মঙ্গলবার দলটি জানিয়েছে তার জায়গায় দায়িত্ব নেবেন বর্ষীয়ান রাজনীতিবিদ আদেশ কুমার গুপ্ত। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পরই সরে যেতে চেয়েছিলেন মনোজ। তবে বিকল্প না পাওয়া পর্যন্ত তাকেই দায়িত্বে রেখে দেয় দলটি।মনোজ তিওয়ারি

২০১৬ সালে দিল্লি বিজেপি সভাপতি নিযুক্ত হন ৪৯ বছর বয়সী মনোজ তিওয়ারি। ভোজপুরী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই গায়ক-অভিনেতা নানা কৌশলে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিকে (এএপি) মোকাবিলার চেষ্টা করেছেন। তবে তাতে সফল হতে পারেননি তিনি।

অপর দিকে নতুন দায়িত্ব পাওয়া আদেশ গুপ্ত উত্তর দিল্লির একটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাবেক মেয়র। অনেকেই মনে করছেন প্রবীণ এই নেতাকে দায়িত্ব দিয়ে বিজেপি রাজধানীতে তাদের মূল সমর্থক বৈশ্য সম্প্রদায়কে আরও কাছে টানতে চাইছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর আদেশ গুপ্ত বলেন, ‘আমি শুধু বলতে পারি নিষ্ঠা ও সততা দিয়ে দায়িত্ব পালন করবো। দিল্লিতে আমাদের মাঠ পর্যায়ে কাজ করার দরকার। আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর দরকার আর আরও বেশি করে জনসম্পৃক্ত দল গঠনের দরকার। যাতে করে আমরা আমাদের ভোটের ঘাঁটি সমৃদ্ধ করতে পারি।’