লকডাউন শিথিল, ভারতে একদিনেই প্রায় ১০ হাজার করোনা শনাক্ত

ভারতে সোমবার থেকেই চলমান লকডাউনের বিভিন্ন ক্ষেত্র শিথিল করার অনুমতি মিলেছে। আর তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই করোনাভাইরাস শনাক্তের নতুন রেকর্ড গড়েছে দেশটি। মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৯ হাজার ৯৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছে ২৬৬ জন।

এ নিয়ে ভারতে টানা সাত দিন ধরে করোনার রেকর্ড সংক্রমণের ঘটনা ঘটছে। অর্থাৎ, প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভাঙছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার-এর তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত দুই লাখ ৬৭ হাজার ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সাত ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। সূত্র: এনডিটিভি।