ভারতের সঙ্গে ইতিবাচক ঐক্যমতে পৌঁছানোর দাবি চীনের

ভারতের সঙ্গে পৌঁছানো ইতিবাচক ঐক্যমত বাস্তবায়ন শুরুর কথা জানিয়েছে চীন। দেশটির তরফে জানানো হয়েছে, সীমান্ত বিরোধ নিরসনে গত ৬ জুন  সেনা পর্যায়ের বৈঠকে এই ঐক্যমতে পৌঁছায় দুই দেশ। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা নিরসনে দুই দেশই পদক্ষেপ নিচ্ছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

লাদাখ নিয়ে চীন-ভারত বিরোধ পুরনো।  গত ৫ মে সন্ধ্যায় প্রায় ২৫০ ভারতীয় ও চীনা সেনা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পরে গত ৯ মে উত্তর সিকিমেও একই রকম ঘটনা ঘটে। চলমান উত্তেজনার এক পর্যায়ে ভারতের আলোচনার ডাকে সাড়া দেয় চীন। দুই দেশের মধ্যে কূটনীতিক পর্যায়ের আলোচনার পর শুরু হয় সেনা পর্যায়ের আলোচনা।

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, ‘সম্প্রতি সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক ও সেনা পর্যায়ে কার্যকর আলোচনা হয়েছে এবং ইতিবাচক ঐক্যমতে পৌঁছানো গেছে। দুই পক্ষই এই ঐক্যমত অনুসরণ করে সীমান্তের উত্তেজক পরিস্থিতি নিরসনের কাজ করছে।’

এর আগে মঙ্গলবার ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানায়, লাদাখ সীমান্তের বেশ কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে দুই দেশ।