X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল-বণ্টন চুক্তির স্থগিতাদেশ এখনও বহাল রাখছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ২১:৫৬আপডেট : ১০ মে ২০২৫, ২১:৫৬

কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর জল-বণ্টন চুক্তি স্থগিত করেছিল ভারত। তবে শনিবার (১০ মে) ভারতীয় সময় বিকাল পাঁচটা থেকে দুদেশের সম্মতিতে যুদ্ধবিরতি কার্যকর হলেও এই স্থগিতাদেশ এখনও বহাল আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চার ভারতীয় কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হলেও আপাতত জল-বণ্টন চুক্তির স্থগিতাদেশ বাতিল করা হচ্ছে না।

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত সরকার। ঘটনার পরপরই একাধিক কূটনৈতিক পদক্ষেপ, আকাশসীমায় বিধিনিষেধ, পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের কারণে দুদেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে।

তারই ধারাবাহিকতায় ৮ মে ভারত পরিচালনা করে অপারেশন সিনদুর বা সিঁদুর অভিযান। এই অভিযানে কেবল পাকিস্তানের ভেতর থাকা সন্ত্রাসী ঘাঁটিতেই হামলা চালানো হয় বলে দাবি করে আসছে দিল্লি। পাকিস্তানও পাল্টা জবাবের প্রস্তুতি নেয়। পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মধ্যে সংঘাত যখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আশঙ্কায় প্রমাদ গুনছে বিশ্ববাসী, তখনই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য ভারত ও পাকিস্তান উভয়েই সম্মত হয়েছে।

এর কিছুক্ষণ পরেই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের সঙ্গে তার সমপর্যায়ের ভারতীয় সেনা কর্মকর্তার বিকালে ফোনে আলাপ হয়েছে। দুপক্ষই সবরকম হামলা বন্ধ করার বিষয়ে সম্মত হয়েছে। ভারতীয় সময় বিকাল পাঁচটা থেকে জল, স্থল ও আকাশপথে সমস্ত হামলা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হয়।

যুদ্ধবিরতির বিষয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারত ও পাকিস্তান উভয়েই অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে।

তিনি বলেছেন, পাকিস্তান সবসময়ই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পক্ষে। তবে সে জন্য আমরা নিজেদের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতার সঙ্গে আপস করব না।

/এসকে/
সম্পর্কিত
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
সর্বশেষ খবর
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল