এবার জার্মান পার্লামেন্টে সিরিয়ায় হামলার সম্মতি

gERMANYসিরিয়ায় আইএসবিরোধী অভিযানে অংশ নিতে যুক্তরাজ্যের পর সম্মতি জানালো জার্মান পার্লামেন্ট। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে অংশ নিয়ে সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে সহায়তা করার ব্যাপারে জার্মান প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা মার্কেল পার্লামেন্টের অনুমোদন পেলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, পার্লামেন্টের অনুমোদন অনুযায়ী জার্মানি সিরিয়ায় ছয়টি টর্নেডো জেট বিমান পাঠাবে এবং বিমানগুলোর জ্বালানি খরচ যোগাবে। এছাড়া এক বছরব্যাপী এ মিশনেরে অংশ হিসেবে ১২শ সেনা সদস্য মোতায়েন করবে তারা। তবে দেশটির সেনাবাহিনী সরাসরি কোন বিমান হামলায় অংশ নেবে না।
বৃহস্পতিবার জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে মার্কিন জোটে অংশ নেয়ার পক্ষে রায় দেন ৪৪৫ জন পার্লামেন্ট সদস্য। আর বিপক্ষে ভোট পড়ে ১৪৬টি। ভোটদানে বিরত থাকেন ৭ জন। সূত্র: আল জাজিরা

/এফইউ/বিএ/