হামলার কবলে করাচি স্টক এক্সচেঞ্জ, বন্দুকধারীসহ নিহত ৭

পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সোমবার (২৯ জুন) সকালে এ হামলা হয়। পুলিশের দাবি, তাদের চালানো নিরাপত্তা অভিযানে চার হামলাকারীও নিহত হয়েছে। তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র ছিল। সব মিলিয়ে এ হামলার ঘটনায় প্রাণহানির সংখ্যা ৭। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ঘটনাস্থলের ছবি

স্টক এক্সচেঞ্জ ভবনটির অবস্থান করাচির উচ্চ নিরাপত্তা অঞ্চলে৷ কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকেরও প্রধান কার্যালয় রয়েছে সেখানে৷ বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভবনের মূল প্রবেশ পথে গ্রেনেড হামলা চালানোর পর ভেতরে প্রবেশ করে বন্দুকধারীরা। এরপর তারা গুলি ছুড়তে থাকে। এতে দুই নিরাপত্তা রক্ষী ও এক পুলিশ সদস্য নিহত হন।

তবে হামলাকারী ঠিক কতজন ছিল এবং তারা কারা সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পাকিস্তান স্টক এক্সচেঞ্জ এর পরিচালক আবিদ আলী হাবিব বলেছেন, কার পার্ক থেকে এসে বন্দুকধারীরা হামলা চালায় এবং প্রত্যেকের ওপর গুলি চালাতে শুরু করে।

তবে জিও টিভি বলছে ভবনের ভেতরে আটকে পড়া লোকজনকে পেছনের দরজা দিয়ে বের করে আনা হয়েছে।