করোনার ভয়ে সৌদি আরব ছাড়ছে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা: মার্কিন সংবাদমাধ্যম

গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ৪৮ ঘণ্টায় বহু মার্কিন কূটনীতিক পরিবার নিয়ে সৌদি আরব ছেড়ে গেছে। সামনের সপ্তাহে আরও অনেকেই চলে যাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অপরিহার্য নয় এমন কর্মীদের স্বেচ্ছায় চলে যাওয়ার অনুমোদন দেওয়ার পর কর্মীরা এই সিদ্ধান্ত নিয়েছে।noname

সৌদি আরব সরকার করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পদক্ষেপ নেওয়ার পরও দেশটিতে দুই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃতু্যি হয়েছে এক হাজার আটশ’রও বেশি মানুষের।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রিয়াদে মার্কিন দূতাবাসেও ঢুকে পড়েছে করোনাভাইরাস। দূতাবাসের ৩০ জনেরও বেশি কর্মী আক্রান্ত হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন আক্রান্তদের বেশিরভাগই মার্কিন নাগরিক নন।