করোনার ধাক্কা সামলে চীনের অর্থনীতিতে ঊর্ধ্বগতি

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে দেশটির অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়েছিল। তবে এর এক বছরেরও কম সময়ের মধ্যেই করোনার ধাক্কা সামলে নিয়ে দেশটির অর্থনীতিতে উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বছরের দ্বিতীয় কোয়ার্টারে ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে দেশটি।noname

যুক্তরাষ্ট্রের পর দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। বিবিসি জানিয়েছে, এ বছরের প্রথম তিন মাস দেশটির অর্থনীতিতে খুব তীক্ষ্ণ একটি নিম্নমুখী প্রবণতা ছিল লক্ষ্যণীয়। করোনাকেন্দ্রিক লকডাউডনের বিরূপ প্রতিক্রিয়া পড়ে সামগ্রিক অর্থনীতিতে। তবে খুব কম সময়ের মধ্যেই এটা কাটিয়ে উঠতে সমর্থ হয়েছে দেশটি।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের অর্থনীতি গত  জুন থেকেই করোনার ধকল কাটিয়ে উঠতে শুরু করে। এ সময়ে শিল্প উৎপাদনে ও খুচরা বিক্রিতে অগ্রগতি হয়।