এখনও করোনা পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট

কোয়ারেন্টিনে থেকে বিরক্ত হয়ে ওঠা ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো দ্বিতীয় দফার পরীক্ষাতেও করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বুধবার ব্রাসিলিয়ার সরকারি বাসভবন থেকে ফেসবুক লাইভে তিনি এ কথা জানান।

noname

গত সোমবার করোনায় আক্রান্ত বলসোনারো ব্রাজিল সিএনএনকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আইসোলেশনে থেকে হাঁপিয়ে উঠেছেন তিনি। তার সবকিছুই ভালো আছে, কোনও লক্ষণ নেই। তাই আবার টেস্ট করাবেন। রিপোর্ট নেগেটিভ আসলে দৈনন্দিন কাজে ফিরে যাবেন।

মঙ্গলবার সকালে দ্বিতীয় টেস্ট করান তিনি,। এদিন সন্ধ্যায় রিপোর্ট হাতে পান, তবে তা প্রকাশ করেন পরের দিন। করোনা থেকে সেরে না উঠলেও ভালো আছেন বলে জানিয়েছেন তিনি। বলেছেন, “আমি ভালো আছি, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। গতকাল সকালে টেস্ট করিয়েছিলাম। সন্ধ্যায় ফল আসে। তাতে দেখা যায়, আমি এখন করোনাভাইরাস পজিটিভ।”

বলসোনারো জানিয়েছেন, বিতর্কিত ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়াও চালিয়ে যাচ্ছেন তিনি। ব্রাজিলের প্রেসিডেন্টের দাবি, গত সপ্তাহে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই অ্যান্টি-ম্যালেরিয়াল এই ওষুধ খাচ্ছেন এবং এটা ভালো কাজে দিচ্ছে।