পশ্চিমা বিমান হামলায় ৩ সিরীয় সেনা নিহত

97fc03b01300483baef7d45177cd1820_18সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর বিমান হামলায় তিন সেনা নিহত হওয়ার দাবি করেছে দামেস্ক। সিরিয়ার আসাদ সরকারের দাবি, ৬ ডিসেম্বর রবিবার দেইর আল জোর প্রদেশের একটি এলাকায় হামলা চালায় পশ্চিমারা। এ সময় তাদের সেনাদের প্রাণহানির ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য হামলায় সিরীয় সেনাদের প্রাণহানির খবর নাকচ করে দেওয়া হয়েছে।
আল জাজিরার ই-মেইলের উত্তরে মার্কিন বাহিনী বলেছে, ‘আমরা ওই এলাকায় কোনও যানবাহন বা ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালাইনি। আমাদের হামলায় কোনও সিরীয় সেনা নিহত হয়েছে এমন কোনও প্রমাণ আমাদের হাতে নেই।’
সোমবার সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দেইর আজ-জোর প্রদেশের একটি সরকারি বিমানঘাঁটিতে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এতে অংশ নেয় জোটের চারটি জঙ্গিবিমান। হামলায় তিনজন নিহত ছাড়াও আহত হন আরও ১৩ জন।
সিরিয়ার মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও সিরীয় সেনাদের হতাহতের খবর নিশ্চিত করেছে। তারা বলছে, এই প্রথম মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় আসাদ বাহিনীর কোনও সেনা নিহত হলো। তবে তাদের দাবি, হামলায় নিহত সিরীয় সেনার সংখ্যা তিনজন নয়, চারজন।

এ হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেও মন্তব্য করেছে দামেস্ক। এ ঘটনায় জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, দেইর আল জোরের বিশাল এলাকা আইএস বা দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে। আইএসের বিরুদ্ধে অভিযান শুরুর পর এই প্রথম সিরিয়ার সরকারি বাহিনীর স্থাপনায় বোমা পড়লো পশ্চিমা বাহিনীর। সূত্র: আল জাজিরা।

/এমপি/