ব্রিটেনসহ ইউরোপে ১৫ লক্ষা‌ধিক বাংলাদেশির ঈদ উদয‌াপন

ব্রিটেনসহ ইউ‌রোপজু‌ড়ে শুক্রবার প‌বিত্র ঈদুল আজহা উদযা‌পিত হ‌চ্ছে। ইউরোপের বি‌ভিন্ন দে‌শে বসবাসরত অন্তত ১৫ লাখ বাংলা‌দেশি মুসলমানরা ক‌রোনাভাইরাস মহামারিতে স্বাস্থ্যবিধি ও সতর্কতা মে‌নে যথ‌াযথ ভাবগম্ভীর প‌রি‌বে‌শে দিন‌টি উদযাপন কর‌ছেন।

116427231_283606926278548_7090855405297204422_n

লন্ডন, ম‌্যান‌চেস্টার, বার্মিংহাম, ওল্ডহামসহ ব্রিটে‌নের বড় শহরগুলো‌তে খোলা মা‌ঠে ও মস‌জিদগু‌লো‌তে সামা‌জিক দুরত্ব মে‌নে ঈদের জামাত অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। গত ঈদুল ফিতরে ক‌রোনার প্রকোপে ইউ‌রো‌পের কোথাও খোলা মা‌ঠে বা মস‌জি‌দে ঈদের জামাত অনু‌ষ্ঠিত হয়নি।

ঈদের জামা‌তে অংশ নেওয়া বেশ ক‌য়েকজন বাংলা‌দেশি বং‌শোদ্ভুত মুস‌ল্লি বাংলা ট্রিবিউন‌কে জানান, বরাবরের মতো এবারও তারা মুল কোরবানি দে‌শে দি‌য়ে‌ছেন। ত‌বে ছে‌লে-মেয়ে‌দের তাৎপর্য শেখা‌তে এখা‌নেও কোরবানির টাকা স্থানীয় হালাল কসাইখানায় জমা দি‌য়ে‌ছেন।

কোরবানির ভা‌গের মাংস পে‌তে পে‌তে বিকাল পর্যন্ত অপেক্ষা কর‌তে হ‌বে ব‌লেও জানান তারা।

116602536_293316165232511_8923645396944487808_n

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসবের আগে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) টুইটারে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, যুক্তরাজ্য ও বিশ্বের মুসলমানদের ঈদুল আজহা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হোক।