করোনাভাইরাস: মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে মেক্সিকো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোতে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সবশেষ হিসেব অনুযায়ী, বিশ্বে মৃত্যুর তালিকায় যুক্তরাজ্যকে টপকে তৃতীয়স্থান উঠে এসেছে লাতিন আমেরিকার দেশটি।

noname

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত (বাংলাদেশ সময় শনিবার সকাল) পর্যন্ত মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। সবমিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬৮৮ জন। এতে মৃত্যুতে যুক্তরাজ্যকে টপকে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্ত ঘেঁষা দেশটি।

চব্বিশ ঘণ্টায় মেক্সিকোতে আরও ৮ হাজার ৪৫৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৬৩৭। আক্রান্তের তালিকায় বিশ্বে মেক্সিকোর অবস্থান ৬ষ্ঠ।

বৈশ্বিক মৃত্যুর তালিকায় মেক্সিকোর ওপরে উঠে আসায় অবনমন হয়েছে যুক্তরাজ্যের। ৪৬ হাজার ১১৯ জন নিয়ে এই তালিকায় বর্তমানে চতুর্থস্থানে আছে দেশটি।

মৃত্যুর তালিকায় মেক্সিকোর ঠিক ওপরে আছে ব্রাজিল। লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে মোট মৃত্যু ৯২ হাজার ৫০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাতেও ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৬৬ হাজার।

মৃত্যু ও আক্রান্তের বৈশ্বিক তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ লাখ।