যুক্তরাষ্ট্রকে লেবানন থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ইরানের

বৈরুত বিস্ফোরণে বিপর্যস্ত লেবাননের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান মনে করে এর মধ্য দিয়েই দেশটিকে সত্যিকার অর্থে সহায়তা করা হবে। একইসঙ্গে বৈরুত বিস্ফোরণের রাজনীতিকীকরণ না করতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। আন্তর্জাতিক বিশ্বের নেতারা লেবাননকে ৩০ কোটি ডলার সহায়তা প্রদানের অঙ্গীকার করার একদিনের সাথায় এমন পরামর্শ দেওয়া হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মুসাভিগত ৪ আগস্ট লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫৮ জন নিহত ও ৬০০০ মানুষ আহত হয়েছে। বৈরুতে ঘরহারা হয়েছে তিন লাখেরও বেশি মানুষ। বন্দরে মজুত থাকা ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটকে এ বিস্ফোরণের কারণ বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের দুইদিন পর ঘটনাস্থল পরিদর্শনে যান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার (১০ আগস্ট) টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভিকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, কিছু দেশ এ বিস্ফোরণকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে। তিনি বলেন, ‘রাজনৈতিক লক্ষ্য চরিতার্থ করার জন্য এ বিস্ফোরণকে ব্যবহার করা উচিত হবে না। সতর্কভাবে বিস্ফোরণের কারণ উদঘাটন করতে হবে।’

যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমেরিকা যদি সত্যিই লেবাননকে সহযোগিতা করতে চায়, তবে দেশটির উচিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া।’