এখনও ভেন্টিলেটর সাপোর্টে প্রণব, অবস্থা অপরিবর্তিত

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এখনও ভেন্টিলেশন সাপোর্টে থাকলেও নতুন করে তার স্বাস্থ্যের অবনতি হয়নি। শনিবার দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল (আর অ্যান্ড আর) হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচকগুলো অপরিবর্তিত রয়েছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

গত ১০ আগস্ট পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণব। তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির ক্যান্টনমেন্ট সেনা হাসপাতালে। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। পাশাপাশি তার করোনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। অস্ত্রোপচারের পর থেকেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়।

শনিবার সেনা হাসপাতাল কর্তৃপক্ষ সাবেক রাষ্ট্রপতির স্বাস্থ্যের পরিস্থিতি জানিয়ে বিবৃতি দেওয়ার পর প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তাকে নিয়ে টুইট করেন। ভারতের স্বাধীনতা দিবসে বাবার কয়েকটি পুরনো ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘ছেলেবেলায় বাবা আমাদের গ্রামের পুরনো বাড়িতে চাচাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা ওড়াতেন। তারপর থেকে কোনও স্বাধীনতা দিবসেই তিনি তিন রংয়ের পতাকা ওড়ানো বাদ দেননি। গত বছর স্বাধীনতা দিবসের কিছু স্মৃতি প্রকাশ করলাম। আগামী বছরও তিনি এই রকম করবেন বলে আমি নিশ্চিত। জয় হিন্দ।’