X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

উৎক্ষেপণের পর হারিয়ে গেলো ভারতের স্যাটেলাইট

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৫, ১৯:১২আপডেট : ১৮ মে ২০২৫, ১৯:৩৪

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রবিবার তাদের ১০১তম বৃহৎ রকেট পিএসএলভি-সি৬১ উৎক্ষেপণ করে। রকেটটি ইওএস-জিরো নাইন নামের একটি আধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট বহন করছিল। তবে উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই মিশন ব্যর্থ হয়, স্যাটেলাইটটিকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ইসরোর এক্স অ্যাকাউন্টে জানানো হয়, আজ পিএসএলভি-সি৬১ উৎক্ষেপণ করা হয়। দ্বিতীয় ধাপ পর্যন্ত রকেটের পারফরম্যান্স স্বাভাবিক ছিল। তবে তৃতীয় ধাপে একটি পর্যবেক্ষণগত কারণে মিশন সম্পন্ন করা যায়নি।

ইসরো প্রধান বলেন, দ্বিতীয় ধাপ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। আমরা পর্যালোচনার পর আবার ফিরে আসবো।

ইওএস-জিরো নাইন ছিল সূর্যসমান্তরাল কক্ষপথে স্থাপনযোগ্য একটি উপগ্রহ, যা আধুনিক সি-ব্যান্ড সিন্থেটিক অ্যাপারচার রাডার প্রযুক্তি ব্যবহার করে যেকোনও আবহাওয়ায়, দিন-রাতে, উচ্চ রেজুলেশনের ছবি তুলতে সক্ষম। এটি ভারতের নজরদারি ও ব্যবস্থাপনা ব্যবস্থাকে শক্তিশালী করার কথা ছিল।

এটি ছিল পিএসএলভি রকেটের ৬৩তম এবং পিএসএলভি-এক্সএল সংস্করণের ২৭তম ফ্লাইট। মিশন ব্যর্থ হলেও ইসরো জানিয়েছে, পিএসএলভির নির্ভরযোগ্য পারফরম্যান্স রেকর্ড অব্যাহত রয়েছে।

রকেট উৎক্ষেপণ প্রত্যক্ষ করতে ভোরে অনেক পরিবার ও শিশু শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে আসেন। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে নিরাপত্তাজনিত কারণে এই উৎক্ষেপণ সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়নি।

এক শিশু বার্তা সংস্থা এএনআইকে জানায়, আমরা রানিপেট থেকে এসেছি। এতদূর এসেও রকেট দেখা হলো না। তবে এসেই আমি গর্বিত। খুব উত্তেজনায় আছি।

আরেক দর্শনার্থী বলেন, ১৫০ কিলোমিটার দূরের গ্রাম থেকে এসেছি। দেখতে না পেয়ে একটু খারাপ লাগছে, তবে পরেরবার আবার আসবো। আমি মহাকাশ বিজ্ঞানে আগ্রহী, একদিন ইসরোর চেয়ারম্যান হতে চাই।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
অবৈধভাবে পালিত ১৮টি সিংহ জব্দ করলো পাকিস্তান
বরখাস্তের কয়েক ঘণ্টা পর পুতিনের সাবেক পরিবহনমন্ত্রীর ‘আত্মহত্যা’
সর্বশেষ খবর
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৮ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৮ জুলাই, ২০২৫)
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের