স্পেনের সাবেক রাজা জুয়ান কার্লোস সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাজপ্রাসাদ। আর্থিক অনিয়মের তদন্ত চলার মধ্যে গত ৩ আগস্ট এক আকস্মিকভাবে দেশ ছাড়ার ঘোষণা দেন ৮২ বছর বয়সী সাবেক রাজা। তিনি কোথায় আছেন সে বিষয়ে নানা জল্পনা শুরু হয়। সোমবার (১৭ আগস্ট) রাজপ্রাসাদের এক মুখপাত্রের এই ঘোষণার মধ্য দিয়ে প্রায় দুই সপ্তাহ পর সেই জল্পনার অবসান ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রায় ৪০ বছর সিংহাসনে থাকার পর ছয় বছর আগে দায়িত্ব থেকে সরে যান জুয়ান কার্লোস। অনেকেই মনে করেন ১৯৭৫ সালে সাবেক স্বৈরশাসক জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেনে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। শেষ বছর গুলোতে তার জনপ্রিয়তা এবং স্বাস্থ্য দুটোরই অবনতি ঘটতে থাকলে ২০১৪ সালে ছেলে ষষ্ঠ ফেলিপের কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। এরপর থেকেই স্পেনেই ছিলেন তিনি।
জুলিয়ান কার্লোস দায়িত্ব হস্তান্তরের আগে তার মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। পাশাপাশি আরও একটি বিতর্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে ২০০৮ সালে স্পেনের ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে বতসোয়ানায় বিতর্কিত এক হাতি শিকার অভিযানে বেরিয়েছিলেন রাজা কার্লোস। এসব ঘটনার পর পদত্যাগ করলেও বিতর্ক সেখানেই থামেনি। দায়িত্ব ছাড়ার মধ্যদিয়ে বিচার থেকে দায়মুক্তি হারান তিনি। আর তার জেরেই সৌদি আরবে একটি দ্রুত গতির রেল চুক্তির দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে এই বছরের জুনে কার্লোসের বিরুদ্ধে তদন্ত শুরু করে স্পেনের সর্বোচ্চ আদালত।
ওই তদন্ত চলার মধ্যে গত ৩ আগস্ট জুয়ান কার্লোস আকস্মিকভাবে ছেলে ষষ্ঠ ফেলিপের কাছে পাঠানো এক চিঠিতে দেশ ছাড়ার ঘোষণা দেন। এতে তিনি বলেন, ‘আমার ব্যক্তি জীবনের বিগত কিছু নির্দিষ্ট ঘটনা নিয়ে জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তার ভিত্তিতেই’ এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন তার ছেলে তাকে নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেবে।
ওই ঘোষণার পর প্রথমে শোনা যায় স্পেনের সাবেক রাজা কার্লোস ডোমিনিকান রিপাবলিকে চলে গেছেন। পরে দেশটির সংবাদমাধ্যম দাবি করে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছেছেন তিনি। তবে সোমবারের আগ পর্যন্ত তার অবস্থান নিয়ে রাজপ্রাসাদ কিংবা স্পেন সরকারের পক্ষ থেকে কোনও কিছুই জানানো হয়নি।
অবশেষে সোমবার স্পেনের রাজপ্রাসাদের এক মুখপাত্র এক ঘোষণায় জানান, সাবেক রাজা জুয়ান কার্লোস সংযুক্ত আরব আমিরাত সফর করছেন আর তিনি সেখানেই থাকছেন। তবে এর চেয়ে বেশি কিছু জানাননি তিনি।
এদিকে সাবেক রাজার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চললেও কোনও অন্যায় করার কথা অস্বীকার করেছেন জুয়ান কার্লোস। তদন্তের প্রয়োজনে তাকে ডাকা হলে সাক্ষাৎকার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালে দায়িত্ব ছাড়ার পর বেশ কয়েকবারই সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন স্পেনের সাবেক রাজা জুলিয়ান কার্লোস। যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গেও তার সম্পর্ক থাকার কথা শোনা যায়।