জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়োশিহিদে সুগা!

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন দেশটির বর্তমান সরকারের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা! এরইমধ্যে এ পদের জন্য ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-এর একটি বড় অংশের সমর্থন পেয়েছেন তিনি।

নিজের বর্তমান মেয়াদপূর্তির এক বছর আগেই শারীরিক অসুস্থতার কারণে গত শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন শিনজো আবে। আগামী সপ্তাহে তার স্থলাভিষিক্ত হবেন ইয়োশিহিদে সুগা।

ইয়োশিহিদে সুগা-কে দলে শিনজো আবে-র ডান হাত হিসেবে বিবেচনা করা হয়।

দীর্ঘ সময় ধরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের রেকর্ড সৃষ্টি করেছেন আবে। তবে শারীরিক অসুস্থতার কারণে তাকে অবসর নিতে হচ্ছে। ৬৫ বছরের শিনজো আবে দীর্ঘদিন ধরে আলসার রোগে ভুগছেন।

এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে নিজের পদত্যাগের সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন শিনজো আবে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন যে, তার উত্তরসূরি জাপান-যুক্তরাষ্ট্র মৈত্রী জোরদার করা অব্যাহত রাখবে।

প্রায় ৩০ মিনিটের ফোনালাপে জাপান-যুক্তরাষ্ট্র সম্পর্ক অতীতের যে কোনও সময়ের চেয়ে শক্তিশালী করার ক্ষেত্রে সহায়তার জন্য তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান।

উত্তর কোরিয়া অব্যাহতভাবে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি করায় জাপানে নিরাপত্তা উদ্বেগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে টোকিও নতুন একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল প্রণয়নকালে এর নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।