চীন-ভারত বিবাদে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

চীন-ভারত বিবাদে ফের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পশ্চিম হিমালয়ের মধ্যকার চলমান পাহাড়ী সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। উত্তেজনা নিরসনে এরইমধ্যে দুই পক্ষের সঙ্গেই কথা হয়েছে। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।noname

দুই দেশের মধ্যকার বিদ্যমান অবস্থাকে খুবই বাজে পরিস্থিতি হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। তিনি বলেন, পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে বেশিরভাগ মানুষই সেটা উপলব্ধি করতে পারছে না।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মার্কিন সরকারের মূল্যায়ন হচ্ছে চীন কিংবা ভারত কেউই নিজেদের মধ্যকার বিদ্যমান বিবাদকে যুদ্ধের পর্যায়ে নিয়ে যেতে চায় না।

চীন-ভারত বিবাদে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব এটাই প্রথম নয়। গত মার্চের শেষের দিকে টুইটারে দেওয়া এক পোস্টে ওই প্রস্তাব দেন তিনি। এতে ট্রাম্প লিখেছেন, ‘আমরা ভারত ও চীন দুই দেশকেই জানিয়েছি যে, যুক্তরাষ্ট্র তাদের মধ্যেকার ক্রমবর্ধমান সীমান্ত বিরোধে মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। আপনাদের ধন্যবাদ!’ তবে শেষ পর্যন্ত তার ওই প্রস্তাবে সায় দেয়নি দিল্লি বা বেইজিং।