জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে অস্ট্রেলীয় সাংবাদিক: চীন

গত ১৪ আগস্ট থেকে চীনে আটক রয়েছেন অস্ট্রেলীয় সাংবাদিক চেং লেই। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) এই উপস্থাপকের বিরুদ্ধে চীনের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার মতো সন্দেহভাজন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার চীনা কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। এর আগের দিনই চীনে কর্মরত অপর দুই অস্ট্রেলীয় সাংবাদিক বেইজিং ছেড়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।অস্ট্রেলীয় সাংবাদিক চেং লেই

পাঁচ দিন ধরে কূটনৈতিক টানাপোড়েনের পর মঙ্গলবার সিডনি পৌঁছায় অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি)সাংবাদিক বিল বার্টলস এবং অস্ট্রেলিয়ান ফিনান্সিয়াল বিভিউ’র (এএফআর) মাইক স্মিথ। বেইজিং ছাড়ার আগে দুই সাংবাদিককেই জিজ্ঞাসাবাদ করে চীনা কর্তৃপক্ষ। এবিসি জানিয়েছে, তাদের সাংবাদিক বার্টলসকে তার সাংবাদিকতা কিংবা আচরণ সম্পর্কে নয় বরং সিজিটিএন’র চেং লেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অস্ট্রেলিয়ার নাগরিক চেং লেই বেইজিং-এ বসবাস করেন। ইংরেজি ভাষার সিজিটিএন’র ব্যবসায়িক সাংবাদিক হিসেবে শ্রদ্ধা পেয়ে থাকেন তিনি। আগস্টে আকস্মিকভাবে টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে যান তিনি। আত্মীয় ও বন্ধুদের সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চীনা কর্তৃপক্ষ জানায় তাকে নিজ বাড়িতে নজরবন্দি রাখা হয়েছে। তবে তাকে কোথায় রাখা হয়েছে সেবিষয়ে কিছু জানানো হয়নি। তার বিরুদ্ধে কোনও অভিযোগের কথাও বলা হয়নি।

তবে মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকার চেং লেইকে আটক করেছে। কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বাধ্যতামূলক পদক্ষেপ নিচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান তিনি।