অগ্নিকাণ্ডের পর শরণার্থীদের নতুন শিবিরে সরিয়ে নিচ্ছে গ্রিস

গ্রিসের লেসবস দ্বীপের মোরিয়া শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেখান থেকে হাজার হাজার শরণার্থীকে সরিয়ে নেওয়া শুরু করেছে পুলিশ। অস্থায়ী কারা তেপে শিবিরে নারী ও শিশুদের সরিয়ে নেওয়ার আয়োজন সম্পন্ন করতে সেখানে পৌঁছেছেন ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরেই ওই শিবিরে এক হাজার আটশ’ শরণার্থীকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে বুধবার ওই অগ্নিকাণ্ডের ঘটনায় চার আফগান আশ্রয় প্রার্থীকে অভিযুক্ত করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

গত সপ্তাহে গ্রিসের মোরিয়া শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে খোলা আকাশের নিচে বসবাস শুরু করে ১২ হাজারের বেশি শরণার্থী। খাবার, পানি আর আশ্রয় সংকটে পড়া এসব শরণার্থীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় গ্রিস। তবে শরণার্থীদের অনেকেই জনাকীর্ণ শিবিরে যেতে আগ্রহী নয়। তারা ইউরোপের অন্য কোনও দেশ বিশেষ করে জার্মানিতে যাওয়ার আশা করছেন।

শরণার্থী পরিবারগুলোকে নতুন শিবিরে যাওয়ার বিষয়ে রাজি করাতে তাদের সঙ্গে আলাপ শুরু করেন কর্মকর্তারা। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে সাদা পোশাকের নারী কর্মকর্তারা শরণার্থীদের সঙ্গে কথা বলছেন।

কারা তেপের নতুন শিবিরে নেওয়ার আগে শরণার্থীদের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এখন পর্যন্ত ৫৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তদের বিচ্ছিন্ন রাখা হচ্ছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।