যুক্তরাষ্ট্রে টিকটক-উইচ্যাট ডাউনলোডে শিগগিরই নিষেধাজ্ঞা

শিগগিরই যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে নিষিদ্ধ হতে যাচ্ছে ভিডিও শেয়ারিং ও ম্যাসেজিং অ্যাপস টিক টক ও উই চ্যাট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শেষ মুহূর্তের হস্তক্ষেপ না করেন, তবে রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে এ নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অধিবাসীরা কোনও প্ল্যাটফর্মের কোনও অ্যাপ স্টোর থেকেই আর নিষিদ্ধ অ্যাপসগুলো ডাউনলোড দিতে পারবেন না।

বাণিজ্য যুদ্ধ, দক্ষিণ চীন সাগরর নিয়ন্ত্রণ, হংকংয়ে চীনের নিরাপত্তা আইন জারিসহ নানা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির ‍দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধ চলছে। তাছাড়া বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়ার জন্য চীনকে দোষারোপ করে আসছেন ট্রাম্প। পাল্টাপাল্টি বিরোধের জের ধরে এক পর্যায়ে চীনা অ্যাপ টিক টক ও উই চ্যাট বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তিনি। ট্রাম্পের দাবি, টিক টক ও উই চ্যাট যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য হুমকি। এর মধ্য দিয়ে ব্যবহারকারীর তথ্য চীনের কাছে চলে যেতে পারে। আর চীনের দাবি, এ নিধোজ্ঞা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, টিকটক বিক্রি না করলে তা যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। এ জন্য সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি। এরপর মাইক্রোসফট ও ওরাকল এটি কেনার প্রস্তাব দেয়। সম্প্রতি মাইক্রোসফট জানায়, টিকটকের মার্কিন ব্যবসা কেনার জন্য তারা যে প্রস্তাব দিয়েছিল, তা ফিরিয়ে দিয়েছে টিক টকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স। তবে ওরাকলের সঙ্গে প্রতিষ্ঠানটির আলোচনা চলছ্ যদি সে চুক্তির ব্যাপারে তারা সম্মত হয় এবং ট্রাম্প তা অনুমোদন করেন, তবে সে নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার উই চ্যাট কার্যত পুরোপুরি নিষিদ্ধ হতে যাচ্ছে। টিক টক নিষিদ্ধে হলেও ১২ নভেম্বর পর্যন্ত এর মৌলিক কার্যক্রম চলবে। এর মধ্যেই বাইটড্যান্স ও ওরাকলকে চুক্তিতে সম্মত হতে হবে।