ইউরোপ জুড়ে অস্ত্র ও বিস্ফোরক মজুদ করছে হিজবুল্লাহ: যুক্তরাষ্ট্র

গত কয়েক বছরে ইউরোপ জুড়ে অস্ত্র ও বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুদ গড়ে তুলছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ ইরানের নির্দেশে বিস্ফোরণ ঘটানোর লক্ষ্যে এসব মজুদ গড়ে তুলেছে লেবাননের শিয়া মতাদর্শের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইউরোপীয় দেশগেুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সন্ত্রাসদমন বিষয়ক সমন্বয়ক নাথান সেলস। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।বৈরুতের ভয়াবহ বিস্ফোরণে দায়ী অ্যামোনিয়াম নাইট্রেট

লেবাননের বৈরুত বন্দরে অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ রাখা গুদামে ভয়াবহ বিস্ফোরণের ছয় সপ্তাহ পর ইউরোপ জুড়ে অস্ত্র ও বিস্ফোরক মজুদের জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করলো যুক্তরাষ্ট্র। ছয় বছর ধরে ওই রাসায়নিক কিভাবে ওই মজুদ থেকেছে তা নিয়ে এখনও তদন্ত চলছে। অভিযোগ রয়েছে বন্দরটি পরিচালনায় হিজবুল্লাহর ব্যাপক প্রভাব রয়েছে।

এমন প্রেক্ষাপটে আমেরিকান ইহুদি কমিটির সঙ্গে এক ভিডিও কনফারেন্সে মার্কিন পররাষ্ট্র দফতরের সন্ত্রাসদমন বিষয়ক সমন্বয়ক নাথান সেলস বলেন, ‘আমি বলতে পারি যে এই ধরণের অস্ত্র বেলজিয়াম থেকে ফ্রান্স, গ্রিস, ইতালি, স্পেন ও সুইজারল্যান্ডে সরিয়ে নেওয়া হয়েছে। আরও বলতে পারি ফ্রান্স, গ্রিস ও ইতালিতে এই ধরণের বিপুল অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার কিংবা ধ্বংস করা হয়েছে।’

মার্কিন কর্মকর্তা বলেন, ‘এই ধরণের কার্যক্রম এখনও চলছে বলে বিশ্বাস করার কারণ রয়েছে। ২০১৮ সালের মতো অ্যামোনিয়াম নাইট্রেটের চালান ইউরোপে এখনও সন্দেহভাজন রয়েছে সম্ভবত গ্রিস, ইতালি ও স্পেনে।’ ইউরোপের মাটিতে হিজবুল্লাহ কেন অ্যামোনিয়াম নাইট্রেটের মজুদ গড়ে তুলছে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘উত্তর পরিষ্কার। প্রভু তেহরান যখন প্রয়োজন মনে করবে তখন যেন বড় ধরণের সন্ত্রাসী হামলা চালানো যায়।’

হিজবুল্লাহর সামরিক শাখাকে সন্ত্রাসী গ্রুপ বলে বিবেচনা করে ইউরোপীয় ইউনিয়ন। তবে এর রাজনৈতিক শাখা নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে। যুক্তরাজ্য ও জার্মানি এই বছর পুরো হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে। ইউরোপের বাকি দেশগুলোও তা অনুসরণ করানোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তা নাথান সেলস বলেন, ‘হিজবুল্লাহ আজকের দিনে যুক্তরাষ্ট্রের জন্য একটি পরিষ্কার বিপদ। আজকে ইউরোপের জন্যও বিপদজনক হয়ে উঠেছে হিজবুল্লাহ।’