নাইজেরিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণ,প্রচুর হতাহতের আশঙ্কা

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি শিল্প এলাকায় গ্যাসপ্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে প্রচুর প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গিয়েছে। কিছু সংবাদমাধ্যম জানায় এই দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন,কয়েকটি গণমাধ্যম কারখানার কর্মী ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে ১০০ জন নিহত হবার খবর দিয়েছে।

আনাম্ব্রা রাজ্যের নিউয়ি শহরে গৃহস্থালি কাজে ব্যবহারের গ্যাস বহনকারী একটি ট্রাক থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্যাস বিস্ফোরণের ফলে বিরাট এক অগ্নিকাণ্ড ঘটে। কোন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে এর চেয়ে বিস্তারিত কোন বিবরণ এখনও পাওয়া যায়নি।

মৃত ও আহতদের নিউয়ি শহরের নামদি আজিকিউয়ি ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে দমকল সূত্র। সূত্রঃবিবিসি।

/ইউআর/