জ্বালানি নেওয়ার সময় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান

আকাশে জ্বালানি নেওয়ার সময় ট্যাংকার বিমানের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীর এক এফ-৩৫বি যুদ্ধবিমান। তবে পাইলট বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ইম্পেরিয়াল কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

মার্কিন বিমান বাহিনীর তৃতীয় মেরিন এয়ারক্রাফট উইং জানিয়েছে, সংঘর্ষের পর কেসি-১৩০জে জ্বালানি বহনকারী ট্যাংকার বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এক টুইট বার্তায় মার্কিন মেরিন ইউনিটটি জানিয়েছে, স্থানীয় সময় বেলা চারটার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। ট্যাংকার বিমানটি নিরাপদে থারমাল বিমানবন্দরে ফিরে এসেছে আর এর সব কর্মী নিরাপদ রয়েছে বলেও জানানো হয়েছে।

তবে বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।