ইরানের মাউতে সোনার খনির উৎপাদন বাড়লো

ইরানের অন্যতম বৃহৎ মাউতে সোনার খনির উৎপাদন বেড়েছে। চলতি ফার্সি বছরের প্রথম ছয় মাসে খনিটিতে শতকরা ১৬ ভাগ উৎপাদন বেড়েছে। ইরান সরকারের ধাতু ও খনি বিষয়ক কোম্পানি আইএমআইডিআর এক রিপোর্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।noname

আইএমআইডিআর-এর প্রতিবেদনের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের মাউতে খনি থেকে গত ছয় মাসে ১৬২ কেজি সোনা উত্তোলন করা হয়েছে। এ সময়ে ওই খনি থেকে ১৪০ কেজি সোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল।

কোম্পানির প্রধান আলী রেজা তালারি জানান, মাউতে খনি থেকে চলতি বছর ৩০০ কেজি স্বর্ণ উৎপাদন করা সম্ভব হবে। আগামী ২১ মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে।

করোনাভাইরাসের মহামারি মোকাবিলার মুখে বিশ্বব্যাপী যখন স্বর্ণ উৎপাদনের পরিমাণ কমেছে তখন ইরানের গুরুত্বপূর্ণ এই খনি থেকে সোনার উৎপাদন বেড়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ধাতু ও খনি সেক্টরে কর্ম তৎপরতা বেড়েছে। মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় তেহরান অভ্যন্তরীণভাবে তাদের সক্ষমতা জোরদারের চেষ্টা করছে।

ইরানে ৪৪০ মেট্রিক টন সোনা রিজার্ভ রয়েছে। দেশটিতে সক্রিয় সোনার খনির সংখ্যা সাতটি। সূত্র: পার্স টুডে।