ট্রাম্পের অসততায় বিস্মিত জন কেলি

হোয়াইট হাউজের সাবেক চিফ অব স্টাফ অবসরপ্রাপ্ত মেরিন জেনারেল জন কেলি মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেন তার দেখা সবচেয়ে ত্রুটিপূর্ণ ও অসৎ মানুষ। নিজের বন্ধুদের কাছে বিভিন্ন সময়ে ট্রাম্পের অসততা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।  কেলি’র বন্ধুকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এমন তথ্য জানিয়েছে।

দ্য ইনসাইডারস: অ্যা ওয়ার্নিং ফ্রম ফরমার ট্রাম্প অফিসিয়্যালস নামে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সেখানে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, সাবেক স্বাস্থ্য ও মানসেবাবিষয়ক বিজ্ঞানী রিক ব্রাইট ও হোমল্যান্ড সিকিউরিটির সাবেক জেনারেল কাউন্সেল জন মিটনিকসহ জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা সেখানে সাক্ষাৎকার দিয়েছেন।  তারা কেউই ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য বলে মনে করেন না। এ ধারণার কারণ কী- সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন তারা।

ওই প্রতিবেদনে কেলির সরাসরি সাক্ষাৎকার না থাকলেও তার ঘনিষ্ঠরা ট্রাম্প সম্পর্কে তার অভিমতের কথা প্রকাশ করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী কেলি তাদেরকে বলেছেন ‘তার (ট্রাম্পের) অসততার ব্যাপ্তি আমাকে হতবাক করে দিয়েছে। প্রতিটি সম্পর্কের প্রতিই তিনি অসৎ। সবকিছুতে লেনদেনের স্বভাব তার। এটা অন্য যেকোনও কিছুর চেয়েই দুঃখজনক। আমার জীবনে দেখা সবচেয়ে  ত্রুটিপূর্ণ মানুষ তিনি। ’

২০১৯ সালের জানুয়ারিতে হোয়াইট হাউজ ছাড়েন কেলি। পদত্যাগের পর থেকে মাঝে মাঝেই তাকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সমালোচনায় মুখর হতে দেখা গেছে। কেলি বলেছেন, হোয়াইট হাউস ছাড়ার আগে তিনি ট্রাম্পকে সতর্ক করেছিলেন। বলেছেন, ‘কথায় কথায় হ্যাঁ বলা মানুষদের নিয়োগ দেবেন না। তারা আপনাকে সত্যি কথা বলবে না। আপনি যদি তা করেন, তবে আমার বিশ্বাস যে আপনাকে অভিশংসিত হতে হবে।’