ট্রাম্পের প্রচার কর্মসূচিতে থাকছেন না মেলানিয়া

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারে অংশ নিতে গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য পেনসিলভানিয়া সফরের কথা ছিল মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের। তবে তার  মুখপাত্র স্টিফানি গ্রিশাম মঙ্গলবার জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সেই সফর বাতিল করেছেন ফার্স্টলেডি।

noname

দ্য গার্ডিয়ানের খবরে স্টিফারি গ্রিশামকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘দীর্ঘস্থায়ী কাশি’ বন্ধ না হওয়ায় এখনও অসুস্থ বোধ করছেন তিনি। সে কারণেই প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারছেন না।

গ্রিশাম বলেছেন, ‘মেলানিয়া কোভিড-১৯ থেকে আরোগ্য লাভের পর থেকে প্রতিদিন স্বস্তি অনুভব করছেন। তবে দীর্ঘস্থায়ী কাশি থাকায় তিনি আজ নির্বাচনি সফর করবেন না।’

২ অক্টোবর সকালে প্রেসিডেন্ট ঘোষণা দেন তিনি এবং মেলানিয়া উভয়ই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত সপ্তাহে হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মেলানিয়া বলেন, ‘আমার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং আশা করছি দ্রুততর সময়ের মধ্যে নিজের দায়িত্ব পালন শুরু করতে পারবো।’