চীন থেকে উড়ে আসা ধূলিঝড় নিয়ে শঙ্কিত উত্তর কোরিয়া

চীন থেকে উড়ে আসা ‘হলুদ ধুলো’ নিয়ে স্থানীয়দের সতর্ক করেছে উত্তর কোরিয়া। এই ধুলোর সঙ্গে করোনাভাইরাসও আসতে পারে বলে সতর্ক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সতর্কতা পাওয়ার পর বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের রাস্তা জনশূন্য দেখা গেছে।

noname

মঙ্গোলীয় ও চীনা মরুভূমি থেকে বছরের নির্দিষ্ট সময়ে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ায় যে ধুলো উড়ে আসে, সেটাই হলুদ ধুলো নামে পরিচিত। এটি বিষাক্ত ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে এবং বছরের পর বছর ধরে উভয় দেশেই স্বাস্থ্যজনিত উদ্বেগ বাড়িয়ে তুলেছে। আর এবার সে ধুলোর সঙ্গে মিশে করোনাভাইরাস উড়ে আসার আশঙ্কা করছে পিয়ংইয়ং। যদিও, কোভিড-১৯-এর সঙ্গে মৌসুমি এ ধুলোর কোনও সংযোগ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, উত্তর কোরিয়া নিজেকে করোনামুক্ত বলে দাবি করলেও জানুয়ারি থেকেই দেশটি উচ্চমাত্রার সতর্কতার মধ্যে আছে। সীমান্ত বন্ধ করে দেওয়ার পাশাপাশি চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাষ্ট্র নিয়ন্ত্রিত কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে (কেসিটিভি) প্রচারিত বিশেষ আবহাওয়া বুলেটিনে পরের দিন হলুদ ধুলো ওড়ার সতর্কতা দেওয়া হয়। ঘরের বাইরে এদিন নির্মাণকাজ চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পিয়ংইয়ংয়ে অবস্থিত বিভিন্ন দূতাবাসকেও সতর্কতা দেওয়া হয়েছে। রুশ দূতাবাস তাদের ফেসবুক পেজে জানিয়েছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র দফতর তাদের এবং অন্য কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সতর্ক করেছে। সব বিদেশি নাগরিকদের বাড়িতে অবস্থান ও জানালা শক্ত করে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু উত্তর কোরিয়া নয়, ধুলো থেকে করোনা ছড়ানোর শঙ্কায় রয়েছে এশিয়ার দেশ তুর্কমেনিস্তানেও। সেখানকার জনগণকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে।