কাশ্মিরের লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ইমরান খানের

কাশ্মিরের আত্মনিয়ন্ত্রণের অধিকার লাভের লড়াইয়ের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ২৭ অক্টোবর কাশ্মিরের ‘কালো দিবস’ উপলক্ষে এক ভিডিও বার্তায় নিজ দেশের অবস্থানের কথা জানান তিনি।noname

ইমরান খান বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও কাশ্মিরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে তিনি কথা বলেছেন। সেই অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত তিনি ভারতীয় দখলদারিত্বে থাকা কাশ্মিরিদের পক্ষে কথা বলতেই থাকবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কাশ্মিরের মানুষের দুর্দশার চিত্র আমি পুরো দুনিয়ার কাছে তুলে ধরবো। বারবার তাদের এটি মনে করিয়ে দেবো।

ইমরান খান বলেন, আমরা শুধু একটা জিনিসই চাই। আর তা হচ্ছে শান্তি। এ অঞ্চলে সমৃদ্ধি আনার এটিই একমাত্র পথ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারতকে আবারও বলছি আমরা শান্তির জন্য প্রস্তুত। তবে তার জন্য দিল্লিকে অবশ্যই কাশ্মিরে সামরিক অবরোধের অবসান ঘটাতে হবে। উপত্যকার মানুষকে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে। সূত্র: ডন