রুশ ঘাঁটিতে ৩ সেনাকে হত্যা

রাশিয়ার একটি সেনা ঘাঁটিতে এক কর্মকর্তাকে কুড়াল দিয়ে এবং অপর দুই জনকে গুলি চালিয়ে হত্যার পর পালিয়ে গেছে দেশটির এক সেনা সদস্য। তদন্তকারীরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় ভরোনেজ শহরের কাছে এক ঘাঁটিতে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া সদস্য প্রাইভেট অ্যান্তন মাকারোভের খোঁজে তল্লাশি শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

সোমবার প্রাইভেট অ্যান্তন মাকারোভ এক কর্মকর্তাকে কুড়াল দিয়ে হত্যার পর তার পিস্তল ছিনিয়ে নেন। এরপর আর তা দিয়ে গুলি ছুড়ে বাকি দুই সেনা সদস্যকে হত্যা করা হয় বলে ধারণা করছেন তদন্তকারীরা। ঘটনার সময় চতুর্থ আরেক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রুশ সেনাবাহিনীর তদন্ত কমিটি (এসকে) জানিয়েছে, পলাতক সেনা সদস্যের খোঁজে বাল্টিমোর বিমানঘাঁটিতে তল্লাশি চালানো হচ্ছে।

রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, পলাতক সেনা সদস্যকে খুঁজতে ওমোন ও সোবোর নামের বিশেষ বাহিনীর শত শত সদস্য তল্লাশি চালিয়ে যাচ্ছে।

তবে ওই সেনা সদস্য কেন হামলার ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়।