যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রচেষ্টা প্রতিহত করার ঘোষণা রাশিয়ার

কারাবাখ শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ ঘোষণা দেন।

ল্যাভরভ বলেন, নাগোরনো-কারাবাখে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এ চুক্তিতে স্বাক্ষর করেছে আজারবাইজান ও আর্মেনিয়া। যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এই চুক্তি পরিবর্তনের যে চেষ্টা করছে তা সফল হতে দেবে না রাশিয়া। এ ধরনের চেষ্টা মস্কো প্রতিহত করবে।

ল্যাভরভ বলেন, রাশিয়ার মধ্যস্থতায় ওই চুক্তি স্বাক্ষরের ফলে সংঘাতপীড়িত কারাবাখে রেড ক্রসের তৎপরতা চালানোর সুযোগ তৈরি হয়েছে।

অঞ্চলটিতে মানবিক ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে জাতিসংঘের অন্যান্য সংস্থার প্রতিও আহ্বান জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

শান্তিচুক্তি বাস্তবায়ন তদারকি করতে এরইমধ্যে নাগোরনো-কারাবাখ অঞ্চলে রুশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার অঞ্চলটিতে তুর্কি বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট।

গত মঙ্গলবার রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়া কারাবাখে যুদ্ধ বন্ধে সম্মত হয়।

নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে অবস্থিত হলেও ইয়েরেভান সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। অঞ্চলটি নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। এবার আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে তুর্কি সামরিক সহায়তা নিয়ে দৃশ্যত বড় ধরনের জয় পেয়েছে আজারবাইজান। যুদ্ধবিরতি চুক্তিতেও তার প্রতিফলন ঘটেছে। চুক্তির পর তুরস্ক ও নিজ দেশের পতাকা নিয়ে রাজপথে নেমে আসে আজেরিরা। তবে এ অঞ্চলে তুরস্কের প্রভাব মানতে রাজি নয় ফ্রান্স। কারাবাখ চুক্তিতে আঙ্কারার অবস্থান পরিষ্কার করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। সূত্র: পার্স টুডে, রয়টার্স।