সিরিয়ায় ইরানি উপস্থিতিকে বাধাগ্রস্ত করলে কঠিন ব্যবস্থার হুঁশিয়ারি

সিরিয়ায় ইরানি উপস্থিতিকে বাধাগ্রস্ত করলে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রবিবার এক অনলাইন ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেন, সিরিয়ায় ইরানের উপস্থিতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের জন্য কঠিন জবাব অপেক্ষা করছে।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সিরিয়ায় ইরানি অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবারের ব্রিফিংয়ে সরাসরি এ খবর স্বীকার বা অস্বীকার কোনওটিই করেননি সাঈদ খাতিবজাদেহ। তবে তিনি বলেছেন, ‘ইরান তার জাতীয় নিরাপত্তার বিষয়ে কখনও আপোষ করেনি।‌’

সাঈদ খাতিবজাদেহ বলেন, সিরিয়ায় ইরানের পরামর্শমূলক উপস্থিতিকে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে কঠিন জবাবের মুখে পড়তে হবে। ইহুদিবাদী ইসরায়েল এটি জানে যে, হামলা করে পালিয়ে যাওয়ার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। তাকে এখন খুবই সতর্কতার সঙ্গে পথ চলতে হবে। কিন্তু ইসরায়েল তাদের আচরণ সংশোধন করছে না। ফলে যেখানেই তারা বাধা সৃষ্টি করতে চায় সেখানেই তাদেরকে সংঘাতের মুখে পড়তে হবে। সূত্র: পার্স টুডে।