ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪১

ব্রাজিলে বুধবার বাস-ট্রাক সংঘর্ষে ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। স্থানীয় সময় সকাল ৭টার দিকে সাও পাওলো রাজ্যে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।13

দুর্ঘটনার শিকার বাসটি স্থানীয় একটি পোশাক কারখানার কর্মীদের নিয়ে যাত্রা করেছিল বলে জানিয়েছে পুলিশ। পথিমধ্যে সাও পাওলো রাজ্য থেকে ৩৫০ কিলোমিটার দূরের তাগুয়াই শহরের কাছে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে।

ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও চারজনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা। তারা সেখানে বিচ্ছিন্নভাবে মানুষের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। তবে ট্রাকটির চালক জীবিত আছে বলে জানা গেছে।

দুর্ঘটনার শিকার বাসটিতে ৫৩ যাত্রী ছিল বলে জানা গেছে। এরইমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।