করোনা মহামারি শেষ হলেই মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন: ইয়াসিন

করোনা মহামারি শেষ হলে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) দলীয় এক সভায় এ ঘোষণা দিয়েছেন তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আকস্মিক পদত্যাগ করেন মাহাথির মুহাম্মদ। তার পদত্যাগের পর প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সাক্ষাৎকার নেন দেশটির রাজা। প্রধানমন্ত্রী হিসেবে তাদের পছন্দের ব্যাপারে জানতে চাওয়া হয় ওই সাক্ষাৎকারে। এর ভিত্তিতেই গত দুই দশক ধরে ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি থাকা মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমকে পাশ কাটিয়ে ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে বাছাই করা হয়। ২০১৮ সালে গঠিত জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুহিউদ্দিন ইয়াসিন।

শনিবার ইয়াসিনের দল বারসাতু পার্টির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালভাবে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সভায় দেওয়া ভাষণে মুহিউদ্দিন বলেন, ‘আল্লাহর ইচ্ছায় যখন এ কোভিড-১৯ মহামারি শেষ হবে, তখন আমরা সাধারণ নির্বাচন আয়োজন করব। আমরা জনগণের কাছে ম্যান্ডেট ফিরিয়ে দেব। কোন সরকারকে তারা চায় সেটা বেছে নেওয়ার ক্ষমতা তাদের হাতে থাকবে।’