ইরানি বিজ্ঞানী হত্যা: সংযম রক্ষার আহ্বান জাতিসংঘের

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। রবিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি জাতিসংঘের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপট তৈরি হওয়ায় সংস্থাটি সব পক্ষকে সংযম রক্ষার আহ্বান জানিয়েছে।

1

শুক্রবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ওই মন্ত্রণালয়ের অধীনস্ত গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান মোহসিন ফাকরিজাদেহকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। বিজ্ঞানী হত্যার বদলা নেওয়ার প্রতিজ্ঞা করেছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট হাসান রুহানি। এমন প্রেক্ষাপটে ফাখরিজাদেহর হত্যাকাণ্ডের ঘটনায় উপসাগরীয় অঞ্চলে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র বলেছেন, ‘আমরা যেকোনো হত্যাকাণ্ড বা বিচারবহির্ভূত হত্যার নিন্দা জানাই।’শনিবার তিনি আরও বলেন, ‘আমরা সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি। এই অঞ্চলে উত্তেজনা বাড়তে পারে—এমন যেকোনো পদক্ষেপ এড়ানোর আহ্বান জানাই।’ ফাখরিজাদেহকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান।

পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ দাবি করেছেন, এ ঘটনায় ইসরায়েলের হাত রয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। ফাখরিজাদেহকে ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করে থাকে পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো।