অর্থনৈতিক সংকটে রাশিয়ার মহাকাশ প্রকল্পে পরিবর্তনের সিদ্ধান্ত

মহাকাশ অভিযানের পরিকল্পনায় পরিবর্তন আনতে যাচ্ছে রাশিয়া। দেশটির জাতীয় মহাকাশ সংস্থা সূত্র ও রাশিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চাঁদে অভিযানের জন্য বরাদ্দকৃত বিরাট অঙ্কের তহবিল প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার সরকার।

রাশিয়ার মহাকাশ বিষয়ক রাষ্ট্রীয় সংস্থা রোসকসমস এক লিখিত বিবৃতিতে জানায়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দীর্ঘমেয়াদী (২০২৫ পর্যন্ত) 1041মহাকাশ প্রকল্প পুনর্বিবেচনা করার সুপারিশ করেছে।
বৈশ্বিকভাবে তেলের মূল্য বৃদ্ধি, পশ্চিমা নিষেধাজ্ঞা ও মুদ্রার ক্রমহ্রাসমান মূল্যের কারণে স্বাস্থ্য খাত থেকে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত সকল খাতেই তহবিল কমিয়ে আনছে রাশিয়া সরকার।
রাশিয়ার চন্দ্র ঘাঁটি নির্মাণের পরিকল্পনা অপরিবর্তিত রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও, চাঁদে অভিযান ২০২৯ সালের আগে চালানো সম্ভব হবে না বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায়ই সোভিয়েত মহাকাশের স্বর্ণযুগের কথা উল্লেখ করেন। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক নামক প্রথম মহাকাশযান আবিস্কার করে। সূত্র: গার্ডিয়ান
/ইউআর/বিএ/