আফগানিস্তানে আরও মার্কিন সেনা প্রয়োজন

প্রশিক্ষণরত আফগান পুলিশআফগানিস্তানের স্থানীয় নিরাপত্তা বাহিনীকে সহায়তা দিতে অতিরিক্ত মার্কিন সেনা চাইতে পারেন সেখানে নিয়োজিত শীর্ষ মার্কিন ও ন্যাটো কমান্ডাররা। মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যে ঘোষণা করেছেন, ২০১৬ পর্যন্ত ৯ হাজার ৮০০ মার্কিন সেনা আফগানিস্তানে বহাল থাকবে।
আফগানিস্তানে নিয়োজিত ন্যাটোর সেনা প্রধান জেনারেল জন ক্যাম্পবেল ইউএস টুডেকে বলেন, তিনি ওবামা প্রশাসনের কাছে আরও বেশি সংখ্যক সেনা মোতায়েনের আবেদন জানাবেন। তিনি আরও বলেন, ‘কমান্ডার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সব সময় আগে থেকে অনুমান করা। আমি সৌভাগ্যবান, যখনই প্রেসিডেন্টের কাছে কোন প্রয়োজন জানিয়েছি, তিনি তা মিটিয়েছেন।’
প্রসঙ্গত, আফগান সেনাবাহিনীর কর্মতৎপরতা ও মার্কিন সেনা মোতায়েনের পরও আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় নগর কুন্দুজ দখল করে নেয় তালেবান। প্রায় ১৫ দিন নগরটি তালেবান অধিকৃত ছিল। সূত্র: দ্য গার্ডিয়ান
/বিএ/