নিজের জন্য আজীবন দায়মুক্তির ব্যবস্থা করলেন পুতিন

নিজেকেসহ রাশিয়ার সাবেক প্রেসিডেন্টদের যে কোনও ধরনের অপরাধ থেকে সারাজীবনের জন্য দায়মুক্তি দিয়ে একটি বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, এখন কেবল আনুষ্ঠানিকতা বাকী। পুতিন বিলটিতে স্বাক্ষর করলেই তা আইনে রূপান্তরিত হবে।

noname

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বিলটি রাশিয়ার সংবিধান সংশোধনীর অংশবিশেষ। এই গ্রীষ্মে সংশোধিত সংবিধান অনুমোদিত হয় সারাদেশের ভোটে। সেই ভোটে ৬৮ বছর বয়সী প্রেসিডেন্ট পুতিনের ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ায় ক্ষমতায় থাকার পথ পাকা হয়ে যায়।

মঙ্গলবার রাশিয়ার বিচার বিভাগের, আইন প্রয়োগকারী, নিয়ন্ত্রক ও সামারিক বাহিনীকে গোপন তথ্য শেয়ার করে পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা’য় একটি আইন পাস করে। এতে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্টরা এবং তাদের পরিবারগুলো জীবদ্দশায় যেকোনো রকম অপরাধ করুন না কেন, তারা সারাজীবনের জন্য দায়মুক্তি পাবেন। নতুন বিলের ফলে সাবেক প্রেসিডেন্টদেরকে পুলিশ বা তদন্তকারী জিজ্ঞাসাবাদ পর্যন্ত করতে পারবে না।

অতীতে সাবেক প্রেসিডেন্টরা কোনও অপরাধের জন্য দায়মুক্তি পেয়েছেন শুধু ক্ষমতায় থাকাকালে। তবে পুতিন নিজেকেসহ তাদেরকে সুযোগ করে দিলেন আজীবনের দায়মুক্তির। এখন তারা যত বড় অপরাধই করুন না কেন, হোক সেটা রাষ্ট্রদ্রোহ বা এর মতো ভয়াবহ অন্য কোনো অপরাধ বা সুপ্রিম এন্ড কনস্টিটিউশনাল কোর্টে নিশ্চিত করা হোক না কোনও অভিযোগ- কোনও অভিযোগই তাদেরকে স্পর্শ করতে পারবে না।

এই বিলের ফলে সাবেক প্রেসিডেন্টরা ফেডারেশন কাউন্সিল বা সিনেটে আজীবন আসন পাবেন। এই অবস্থানের কারণে প্রেসিডেন্ট পদ ছেড়ে গেলেও তারা বিচারের হাত থেকে রক্ষা পাবেন।

গত মাসে স্থগিত আকারে ছিল এই বিল। তখন গুজব ছড়িয়ে পড়ে যে, দীর্ঘদিনের প্রেসিডেন্ট পুতিন তার ভগ্ন স্বাস্থ্যের কারণে পদত্যাগের পরিকল্পনা করছেন। তবে এ দাবি উড়িয়ে দেয় ক্রেমলিন।