আরও একটি নতুন বৈশিষ্ট্যের করোনার সন্ধান

আরও একটি নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের দেখা মিলেছে নাইজেরিয়ায়। বৃহস্পতিবার আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আফ্রিকা সিডিসি) প্রধান এই খবর দিয়ে জানিয়েছেন এই করোনার বিষয়ে আরও অনুসন্ধান প্রয়োজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

লাখ লাখ মানুষের মৃত্যুর পর টিকা প্রয়োগ শুরু হলে মানুষ যখন করোনা মহামারি অবসানের অপেক্ষায় ছিলেন সেই মুহূর্তে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের সন্ধান পাওয়া যায়। দেশ দুইটির কর্তৃপক্ষ জানায় নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটি বেশি সংক্রামক। আর বড়দিনের ছুটির মৌসুম শুরুর আগে এই খবরে আন্তর্জাতিক পর্যায়ে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নানা বিধিনিষেধ আরোপ শুরু হয়।

বৃহস্পতিবার আফ্রিকা সিডিসি’র প্রধান জন নেকেনগাসং সাংবাদিকদের বলেন, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের থেকে ভিন্ন ধরনের নতুন এই ভাইরাস। তবে আরও বেশি নমুনা পরীক্ষা করতে সময় প্রয়োজন বলে জানান তিনি। নাইজেরিয়া ও আফ্রিকার কয়েকটি প্রতিষ্ঠানে এসব পরীক্ষা চলছে বলে জানান তিনি।

জন নেকেনগাসং বলেন, নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটির ভিত্তি দুই কিংবা তিনটি জেনেটিক সিকোয়েন্স। গত ৩ আগস্ট ও ৯ অক্টোবর নাইজেরিয়ার অসুন রাজ্য থেকে সংগৃহীত দুইটি নমুনায় নতুন ভাইরাসটি পাওয়া যায়।  তবে এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটি যুক্তরাজ্যেরটির মতো দ্রুত সংক্রামক নয়।