আর্জেন্টিনায় মঙ্গলবার থেকে স্পুটনিক ভ্যাকসিন প্রয়োগ শুরু

মঙ্গলবার থেকে আর্জেন্টিনার জনসাধারণের মধ্যে রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক ভি প্রয়োগ শুরু হবে। সে দেশের প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ এ কথা জানিয়েছেন।

noname

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে জানা গেছে, ২৪ ডিসেম্বর তারা ৩ লাখ টিকার চালান পেয়েছেন। মেক্সিকো, চিলি ও কোস্টারিকার পর চতুর্থ দেশ হিসেবে নিজেদের জনসাধারণকে টিকা প্রয়োগ শুরু করছে আর্জেন্টিনা।  

স্বাস্থ্যমন্ত্রী জিনস গঞ্জালেস গার্সিয়া টুইটারে বলেছেন, ন্যায়সঙ্গতভাবে সারাদেশে টিকার প্রচার অভিযান পরিচালিত হবে।

সরকারের ভ্যাকসিন পরিকল্পনা অনুসারে স্বাস্থ্যসেবাকর্মী ও শিক্ষকরা প্রথমে ভ্যাকসিন পাবেন। একইসঙ্গে যাদের বয়স ৭০ বছরের ওপরে, তারাও প্রথম দিকের তালিকায় থাকবেন।  দীর্ঘমেয়াদী নার্সিংহোমের বয়স্ক বাসিন্দারাও রয়েছেন প্রাধান্যের তালিকায়।