গুরুতর সংঘাত চীনের স্বার্থের অনুকূল নয়: ভারতীয় বিমান প্রধান

ভারতীয় বিমান বাহিনীর প্রধান মার্শাল আরকেএস ভাদুরিয়া বলেছেন, তার দেশের সঙ্গে গুরুতর সশস্ত্র সংঘাত বিশ্ব পর্যায়ে চীনের স্বার্থের অনুকূলে যাবে না। মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভূরাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার ক্ষেত্রে বড় শক্তিগুলোর অপর্যাপ্ত অবদানের কারণে চীন ক্ষমতা প্রদর্শনের সুযোগ পেয়েছে।ভারতীয় বিমান বাহিনীর প্রধান মার্শাল আরকেএস ভাদুরিয়া

গত জুনে লাদাখ সীমান্তে সংঘাতে জড়ায় ভারত ও চীনের সেনাবাহিনী। প্রাণঘাতী ওই সহিংসতার পর কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা চলেছে। সম্প্রতি সেই উত্তেজনা প্রশমিত হয়ে এসেছে। ওই উত্তেজনা নিয়েই পিটিআই’র সঙ্গে আলাপ করেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান।

ভারতীয় বিমান বাহিনীর প্রধান মার্শাল আরকেএস ভাদুরিয়া বলেন, চীনা কর্মকাণ্ডের নেপথ্যের কারণ বুঝতে হবে। তিনি বলেন, ‘বিশ্ব পর্যায়ে কোন মারাত্মক সংঘাত চীনের জন্য ভালো হবে না। চীনের উচ্চাকাঙক্ষা যদি বৈশ্বিক হয় তাহলে এটি (সীমান্ত উত্তেজনা) তাদের মহা পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ নয়।’

তাহলে চীনা পদক্ষেপের সম্ভাব্য লক্ষ্য কী ছিলো প্রশ্ন রাখেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান। তিনি বলেন, ‘এটা কী পর্যাপ্ত নিয়ন্ত্রণের সঙ্গে সামরিক সতর্ক বার্তা কিংবা নিয়ন্ত্রণকারী পদক্ষেপ? এটা কী নতুন অবকাঠামো এবং প্রযুক্তি মোতায়েনের স্বীকৃতি? অথবা সীমান্ত আলোচনার জন্য পরিকলিপ্ত উত্তেজনা বৃদ্ধি?’ তবে যাই হোক না কেন নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা কর্তৃপক্ষ বিপুল পরিমাণ রাডার এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে জানান তিনি।

ভারতীয় বিমান বাহিনী প্রধান দাবি করেন, চীনের সব পদক্ষেপেরই যথাযথ জবাব দেওয়া হয়েছে।