গর্ভপাতকে বৈধতা দিলো আর্জেন্টিনা

লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ হিসেবে গর্ভপাতকে বৈধ করেছে আর্জেন্টিনা। বুধবার দেশটির সিনেটে এই ঐতিহাসিক আইন প্রবর্তন করা হয়। এর পক্ষে ভোট পড়ে ৩৮টি আর বিপক্ষে ২৯টি। বাকি একজন সিনেটর ভোটদানে বিরত থাকেন। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজধানী বুয়েন্স আয়ার্সে পার্লামেন্ট ভবনের বাইরে সমবেত নারীরা উল্লাসে ফেটে পড়েন।noname

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের তথ্য অনুযায়ী, ১৯৮৩ সালে গণতন্ত্র ফেরার পর থেকে অনিরাপদ গর্ভপাতের কারণে দেশটির ৩ হাজারেরও বেশি নারীর মৃত্যু হয়েছে। এই মাসের শুরুতে আর্জেন্টিনার পার্লামেন্টের নিম্নকক্ষে নতুন বিলটি পাস হয়। এতে গর্ভধারণের প্রথম ১৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতকে বৈধতা দেওয়া হয়।

পার্লামেন্টের উচ্চকক্ষে বিলটি পাস হওয়ার পর বামপন্থী প্রেসিডেন্ট ফার্নান্দেজ এক টুইট বার্তায় লেখেন, ‘নিরাপদ, বৈধ এবং স্বাধীন গর্ভপাত এখন আইন… আজ আমরা একটি উন্নত সমাজ।’

পার্লামেন্টের বাইরে উল্লাসরত ২৫ বছর বয়সী নারী মেলানি মারকাতি বলেন, ‘আমি খুবই আবেগী হয়ে পড়েছি। দীর্ঘদিন লড়াইয়ের পর কোনও কিছু অর্জন করা গলে কেমন অনুভূতি হয় তা কোনও শব্দে প্রকাশ করা যায় না। আমি বহু কেঁদেছি, এতটা আশা করিনি।