বিপন্ন শরণার্থীদের অনন্য মানবতা

যুক্তরাজ্যের দুর্গতদের সহায়তায় সিরীয় শরণার্থীরাগৃহযুদ্ধের কবলে পড়ে বিপন্ন মানবতার শিকার এক দল সিরীয় শরণার্থী এগিয়ে এসেছেন যুক্তরাজ্যে বন্যায় বিপন্ন মানুষদের সেবায়। স্থাপন করে চলেছেন মানবতার অনন্য দৃষ্টান্ত।
প্রচণ্ড ঝড়ের পর সৃষ্ট বন্যায় গেল কয়েকদিন ধরে প্লাবিত রয়েছে যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চল। বিদ্যুৎ আর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন সেখানকার হাজার হাজার বাসিন্দা। মঙ্গলবার নর্থ ইয়র্কশায়ারের ৩’শ বছরের পুরনো ব্রিজটি ভেঙে পড়লে সঙ্কট আরও ঘনীভূত হয়। আর তা দেখে মঙ্গলবার থেকেই সেখানকার লোকজনের সহায়তায় নেমে পড়েন ম্যানচেস্টারভিত্তিক শরণার্থী সংগঠন রিথিংক রিবিল্ড সোসাইটির সদস্যরা। বন্যার পানি ঠেকাতে রোচডেল শহরসহ আশপাশের এলাকায় বালুভর্তি বস্তা সরবরাহ করেছে দলটি।
ওই সংগঠনের সদস্যদের একজন ৩৫ বছর বয়সী ইয়াসির আল জাসেম। গত মে মাসে যুক্তরাজ্যে পৌঁছান তিনি। তিনি জানান, ম্যানচেস্টারের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতাবোধ থেকে তিনি এ সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার তাড়না বোধ করেছেন।
ইয়াসির বলেন,‘আমরা টিভিতে বন্যা দুর্গতদের ছবি দেখেছি এবং তারপরই তাদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। ম্যানচেস্টারের বাসিন্দারা আমাদের সঙ্গে খুবই ভালো আচরণ করেন। আর তাই আমরা চাই তাদেরও সহায়তা করতে।’ সূত্র: হাফিংটন পোস্ট
/এফইউ/বিএ/